ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: কে কোথায় ভোট দেবেন
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৪১ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: নিউজওয়ান২৪.কম
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ রাত পোহালে শুরু হচ্ছে। একটানা ২০ দিনের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষে শনিবার (১ ফেব্রুয়ারি) দুই সিটিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দিনের শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তার পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।
এছাড়া উত্তরার পাঁচ নম্বর সেক্টরের আইইটি স্কুলে সকাল ১০টায় ভোট দিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরা-৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ স্কুল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়কারী জয়দেব নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল সকাল ৮টায় গুলশান-২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ধানন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সমন্বয়কারী তারেক শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় তার ভোট দেবেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড