কঠোর নিরাপত্তার চাদরে রাজধানী
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:৫১ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন- ফাইল ফটো
রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য। সেই সঙ্গে মাঠে আছে ৬৫ প্লাটুন বিজিবি সদস্য ও রিজার্ভে রয়েছে আরো ১০ প্লাটুন।
এছাড়া র্যাবের পাঁচটি ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ হিসেবে রয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। প্রস্তুত আছে বোম্ব ও ডগ স্কোয়াড। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কমান্ডো বাহিনী ও হেলিকপ্টার টিমকেও প্রস্তুত রাখা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তৎপর রয়েছে।
তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে ১২৯টি ভ্রাম্যমাণ আদালত। নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমও।
নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে ভোটের পরদিন পর্যন্ত। শনিবার (১ ফেব্রুয়োরি) ভোট চলাকালে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে যেসব কেন্দ্রগুলোতে বিদ্রোহী প্রার্থী রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিএমপি’র সব ডিসি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের পাশাপাশি কঠোর হওয়ার জন্যও জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন কেন্দ্র ও এর আশপাশে যেকোনো ধরনের সহিংস কার্যক্রম দমন করা হবে।
এদিকে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ৫টি ব্যাটেলিয়ন ভোট উপলক্ষে মাঠে থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছিলেন, আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় পাঁচটি ব্যাটালিয়নে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে থাকবে র্যাবের একটি পেট্রোলিং টিম। বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। কমান্ডো বাহিনী ও হেলিকপ্টার টিম প্রস্তুত থাকবে। এছাড়া ২৪ ঘণ্টাই পরিস্থিতি স্পেশালি মনিটরিংয়ে থাকবে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি নেমেছে। প্রতি দুইটি কেন্দ্রের জন্য থাকবে এক প্লাটুন করে বিজিবি। ভোটের পরদিন রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে মোট ১২৯টি ওয়ার্ডে (দক্ষিণে ৭৫টি, উত্তরে ৫৪টি) মোট ভোট কেন্দ্র ২ হাজার ৪৬৮টি। মোট ভোটার ৫৪ লাখ ৬১ হাজার। তাৎক্ষণিকভাবে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে ১২৯টি ভোট কেন্দ্রের প্রতিটিতেই থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নিউজওয়ান২৪.কম/এমজেড