NewsOne24

‘কখনো পক্ষপাতমূলক নির্বাচন করিনি, করবো না

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:২৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা- ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা- ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বরাবরের মতোই পক্ষপাতহীন নির্বাচন আয়োজন করবে কমিশন। 

এসময় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নিবাচনী সামগ্রী বিতরণ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। 

নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে রয়েছে নিরাপত্তা। গতকাল মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা রোববার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত বহাল থাকবে।

নিউজওয়ান২৪.কম/এমজেড