NewsOne24

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ: সেমিতে টাইগার যুবারা

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:০৩ এএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বড় জয় দিয়ে সেমিফাইনালে উঠেছে টাইগার যুবারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপার লিগ তৃতীয় কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ ১০৪ রানে হারিয়েছে স্বাগাতিক দক্ষিণ আফ্রিকাকে।

এদিন পচেফষ্ট্রমে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশ। জবাবে ৪২ দশমিক ৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৬০ রানের শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। ৪০ বলে ১৭ রান করা ইমনকে ফেরান মোলেতসানে। এরপর দ্রুতই ফিরে যান মাহমুদুল হাসান জয় (৩)।

আরেক ওপেনার তানজিদ হাসানের ৮৪ বলে ৮০ রানের সুবাদে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় জুনিয়র টাইগাররা। ১২টি চারের মারে সাজানো ছিলো তার ইনিংসটি।

এরপর অর্ধশতক তুলে নেন শাহাাদাত হোসেন ও তৌহিদ হৃদয়। তিন অর্ধশতকের ওপর ভর করে ২৬১ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

৭৩ বলে ৫১ রান করে তৌহিদ হৃদয় ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন শাহাদাত হোসেন। ৭৬ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন শাহাদাত।

জবাবে প্রোটিয়ারা প্রথম জুটিতে ৩৪ রান তুললেও রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।

যুব বিশ্বকাপে বাংলাদেশের এটা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠা। এর আগে ২০১৬ সালে একবার সেমিফাইনালে ওঠেছিল টাইগার যুবারা।

নিউজওয়ান২৪.কম/এমজেড