লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:১৮ এএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নিরাপত্তা শঙ্কায় অনেকটা সময় ঝুলে থাকার পর বুধবার (২২ জানুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
রাত সাড়ে এগারটার দিকে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি।
এর আগে রাত আটটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ দল।
লাহোরে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় বিশেষ বিমান ভাড়া করে বিসিবি। এজন্য বিসিবিকে গুনতে হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। দীর্ঘ ভ্রমণ এড়াতে বিশেষ বিমানে সরাসরি লাহোর পৌঁছার ব্যবস্থা করে বোর্ড। ২৮ জানুয়ারি সিরিজ শেষে একইভাবে দেশে ফিরবে দল।
তিন দফায় তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় খেলে আসবে শুধু তিনটি টি-টোয়েন্টি। আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। একই মাঠে পরদিন দ্বিতীয় ও সোমবার হবে শেষ ম্যাচ।
নিউজওয়ান২৪.কম/এমজেড