বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাতে লাখো মুসল্লি
গাজীপুর প্রতিনিধি
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:১৩ এএম, ১৯ জানুয়ারি ২০২০ রোববার
৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (১৯ জানুয়ারি) শেষ হচ্ছে।
সকাল ১১টায় আখেরি মোনাজাত শুরু হয়েছে।
মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা জমশেদ। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিগণ ইজতেমা ময়দানের দিকে আসছেন স্রোতের মতো। সকালে মুসল্লিদের এই স্রোত আরো বাড়তে থাকে।
ইজতেমা ময়দানের আশপাশে এবং ঢাকা-ময়মনসিংহ ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কে মুসল্লিদের ঢল লক্ষ্য করা গেছে। মুসল্লিরা সবাই নিজের মতো করে এক ধরনের শৃঙ্খলা মেনে চলছেন। সবার মাঝেই রয়েছে সহযোগিতার মনোভাব।
এদিকে মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।