বরিশালে লঞ্চের সংঘর্ষে শিশুসহ নিহত ২
বরিশাল প্রতিনিধি
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৮:৩৫ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে বরিশালের মাঝেরচরে দুই লঞ্চের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়।
হতাহতরা সবাই কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
কীর্তনখোলা-১০ লঞ্চের মাস্টার নুরুল ইসলাম জানান, ফারহান-৯ লঞ্চে কোনো রাডার নেই। লঞ্চটি কীর্তনখোলা লঞ্চের মাঝখানে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশের ওসি আবু তাহের জানান, আহতদের চাঁদপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত লঞ্চের তলদেশ অক্ষত থাকায় সেটি ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে।
নিউজওয়ান২৪.কম/এমজেড