NewsOne24

ঢাকা সিটি নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা দুপুরের দিকে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের দুই প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম দুপুর সাড়ে বারটায় মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কার্যালয়ে যাবেন। আর বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন মনোনয়নপত্র জমা দেবেন দুপুর আড়াইটায়। 

এখন পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭৭ জন মনোনয়নপত্র নিয়েছেন।

অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন জানিয়েছেন, মনোনয়ন জমার সময় প্রার্থীরা ৫ জনের বেশি লোক সমবেত করতে পারবেন না। নির্বাচনী আইন অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে পারবেন।

নিউজওয়ান২৪.কম/এমজেড