লরির চাপায় একই পরিবারের তিন জন নিহত
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় ক্ষতিগ্রস্থ মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার বাংলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম-পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান মিন্টু, তার দুই কন্যা তাসরিন (১২) ও তাসপিয়া (১৪)।
আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান তার পরিবার নিয়ে বান্দরবান থেকে ঢাকায় ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী দুইটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার বাংলাবাজার এলাকায় পোঁছালে চট্টগ্রামগামী একটি লরি তাদেরকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন তাসরিন (১২) ও তাসপিয়া (১৪) নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের বাবাও মারা যান।
এ দুর্ঘটনায় তাদের পরিবারের আরো দুই সদস্য আহত হন। আহতরা হলেন, কনিকা আক্তার ও ১০ বছর বয়সের শিশু পুত্র মন্টি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। (সূত্র: আরটিভি.কম)
নিউজওয়ান.কম/এমজেড