অভিশংসিত হলেন ট্রাম্প
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:২৫ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ফটো
মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় প্রেসিডেন্ট।
আরো পড়ুন>>> যুক্তরাষ্ট্রের আইনে অভিশংসনের প্রক্রিয়া কী?
বুধবার (১৮ ডিসেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম দুই অভিযোগের ভোট গণনা শেষে ওই পরিমাণ ভোট পড়েছে বলে জানানো হয়।
যদিও আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের চেয়ার থেকে অনুমোদন দেয়ার পর।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রধান দুটি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রতিনিধি পরিষদে প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে। এবার প্রথম অভিযোগের ক্ষেত্রে ভোট পড়েছে ২৩০টি এবং বিপক্ষে ভোট পড়েছে ১৯৭টি।
দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট অভিশংসনের পক্ষে পড়েছে বলে নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হওয়ায় এবার উচ্চকক্ষ সিনেটে ডোনাল্ড ট্রাম্পের বিচারকাজ সম্পন্ন হবে। এক্ষেত্রে সিনেট যেহেতু রিপাবলিকানের নিয়ন্ত্রণে তাই সেখানে এটি পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
সূত্র: বিবিসি বাংলা
নিউজওয়ান২৪.কম/এমজেড