কেরানীগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ১৩, ২১ জন আশঙ্কাজনক
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১৩–তে পৌঁছেছে। বুধবার অগ্নিকাণ্ডের দিন একজন ঘটনাস্থলে মারা যান। এর পরদিন অর্থাৎআজ বৃহস্পতিবার আহতদের মধ্যে ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ আরও ২১ জন ভর্তি আছেন। তাদের অবস্থা ভালো নয় বলে চিকিৎসকরা জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল বুধবার রাত থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ লোকজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন, ওই কারখানার কর্মী ইমরান (১৮), বাবুল (৩২), আলম হোসেন, রায়হান (১৬), জিয়াউল ইসলাম, খালেক, সালাউদ্দিন (৩২), মো. সুজন, জাহাঙ্গীর (৫৫), মেহেদী (২০) ও আব্দুর রাজ্জাক (৪৫)। বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা জাকির হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল।
গতকাল (বুধবার, ১১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে থালা-বাসন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিউজওয়ান২৪.কম/এনএ