মেঘনায় লঞ্চ দুর্ঘটনা:নিহত এক, আহত ২০, নিখোঁজ ১৫
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

ফাইল ফটো
মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন।
শুক্রবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জে প্রচণ্ড কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক বিষয়টি নিশ্চিত করে জানান, নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
প্রাথমিকভাবে নিহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
নিউজওয়ান২৪.কম/এমজেড