রাজধানীতে পাঁচ এলাকায় ৫ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:১৭ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত
রাজধানীতে শনিবার পাঁচ এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফার্মগেট, শুক্রাবাদ, জাতীয় সংসদ ভবন এলাকা, রাজাবাজার, মণিপুরীপাড়ার সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শেরে বাংলা নগর, পূর্ব রাজাবাজার, কবরস্থান গলি এলাকার ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন অপসারণ করে নতুন স্থাপিত পাইপলাইনের ‘টাই-ইন’ এর কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস।
নিউজওয়ান২৪.কম/এমজেড