যারা নিরহ মানুষ হত্যা করে তারা জান্নাতে নয় জাহান্নামে যায়
তাজা খবর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৩ মে ২০১৭ বুধবার | আপডেট: ০১:৫০ পিএম, ৩ মে ২০১৭ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফাইল ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স। জঙ্গিবাদ মোকাবেলায় সব শ্রেণি-পেশার মানুষকে সজাগ থাকতে হবে।
বুধবার গণভবনে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের জঙ্গিবাদ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশের জনগণ।
জঙ্গিবাদের বিরুদ্ধে গোয়েন্দাসংস্থা-আইনশৃঙ্খলা বাহিনীর কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
শেখ হাসিনা বলেন, নিরীহ মানুষ হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। যারা নিরীহ মানুষ হত্যা করে তারা জান্নাতে নয় জাহান্নামে যায়। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এখানে ভুল পথে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘মসজিদের ইমামদের আহ্বান জানাবো, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদ নাই এই বিষয়টি তুলে ধরতে হবে।’
নিউজওয়ান২৪.কম