গোলাপি বলের ঐতিহাসিক টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
ফাইল ফটো
বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রির এই টেস্টের মধ্য দিয়ে গোলাপি বলে অভিষেক হলো দু’দলের।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজিত আছে ভারত। শেষ চার বছরে ঘরের মাটিতে খেলা ২৭ টেস্টের ২১টিতেই জয় পেয়েছে বিরাট কোহলির দল। হারের মুখ দেখেছে মাত্র একটিতে।
সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১৩০ রানে হেরে যাওয়া বাংলাদেশ ঐতিহাসিক এ টেস্টকে স্মরণীয় করে রাখতে মরিয়া। হোয়াইটওয়াশও এড়ানোই থাকছে তাদের মূল লক্ষ্য।
দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দলের পেস আক্রমণ বাড়াতে দলে ঢুকেছেন আল-আমিন হোসেন। দলে ঢুকেছেন অফ ব্রেকার নাঈম হাসান।
অপরদিকে কোনো পরিবর্তন ছাড়াই নামছে স্বাগতিক ভারত।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিথুন, লিটন দাস, নাঈম হাসান, আল-আমিন হোসেন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।
ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মাদ শামি।
নিউজওয়ান২৪.কম/এমজেড