রাজধানীতে মিলল বস্তাবন্দি শিশুর মরদেহ
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১০:২৪ এএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

ফাইল ফটো
রাজধানীর পল্টন থানার অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে বস্তাবন্দি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সানি বলে জানা গেছে। তার বয়স ৬ বছর।
পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে পল্টন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, প্লাস্টিকের একটি বস্তায় পাওয়া যায় মৃতদেহটি। বস্তাটি তোশক দিয়ে ঢাকা ছিল। শিশুটির মাথার ডান পাশে কানের কাছে কিছুটা থেঁতলানোর আঘাত ও গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
তিনি আরো জানান, শনিবার রাত ১০টা থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার। আজ ওইখানে মৃতদেহটি পেয়ে পরে তারা আমাদের খবর দেন। তার বাবার নাম সাগর শেখ। মা ঝর্ণা বেগম। গুলিস্তানের ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করেন তারা।
নিউজওয়ান২৪.কম/এমজেড