NewsOne24

সাকিবের দুঃখ প্রকাশ 

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৪৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ফাইল ফটো

ফাইল ফটো

সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন। জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেলেও সেটা আইসিসিকে না জানানোর দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

তবে এর পরই নিজের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

নিষিদ্ধ হওয়ার পর সাকিব বলেন, ‘আমার ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়েছি। আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার শাস্তি মেনে নিচ্ছি।  দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আইসিসি আকসু পুরোপুরি খেলোয়াড়দের ওপর নির্ভরশীল। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করিনি।   

তিনি আরো বলেন, বিশ্বের অধিকাংশ ক্রিকেটার ও সমর্থকদের মতো আমিও দুর্নীতিমুক্ত খেলা চাই। আমি আইসিসি আকসুর দলের সঙ্গে তাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। তরুণ খেলোয়াড়রা যাতে এমন ভুল না করে সেজন্য চেষ্টা করবো।  

বছর দুয়েক আগে বাজিকরের কাছ থেকে পাওয়া ম্যাচ গড়াপেটার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাকিব। তবে বিষয়টি তিনি বোর্ড বা আইসিসি কাউকেই জানাননি। আইসিসি জানিয়েছে, তিনবার এ কথা গোপন করেন তিনি। এটিই আইসিসির দৃষ্টিতে অপরাধ।

অভিযোগ প্রমাণিত হওয়ার পাশাপাশি ভুলও স্বীকার করেছেন সাকিব। তবে এরপরেও তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এ ঘটয়ানয় অনুতপ্ত বলে জানিয়েছেন সাকিব নিজেই।

নিউজওয়ান২৪.কম/এমজেড