NewsOne24

সাকিব বিষয়ে বিসিবি’র সিদ্ধান্ত মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

ফাইল ফটো

ফাইল ফটো

গ্রামীনফোনের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এরইমধ্যে সাকিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। 

এছাড়া তার ভারত সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারত সফরের আগে মিরপুরে দু’টি প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব। কোচের অনুমতিক্রমে তিনি ছুটিতে আছেন বলে জানানো হয়েছে। তবে গুঞ্জন চলছে ভারত সফরে যাচ্ছেন না সাকিব। তিনি না গেলে টেস্ট ও টি-টোয়েন্টিতে কে নেতৃত্ব দেবেন তা নিয়েও চিন্তা শুরু করেছে বোর্ড কর্মকর্তারা।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

তিনি বলেন, সাকিবের ব্যাপারে আমরা আগামীকালই বলতে পারবো। অনিশ্চয়তা কিছু না, অফিসিয়ালি আসেনি। বাইরে আপনাদের কাছ থেকে শুনছি, অনেকে বলছেন; সাকিব যাবে কি যাবে না।

আকরাম খান আরো বলেন, এটা এমন কিছু না। সে দুইদিন ধরে অনুশীলন করেনি, কোচের কাছ থেকে অনুমতি নিয়েই অনুশীলন ম্যাচে খেলছে না। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। তবে আমার কাছে যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত সাকিব যাচ্ছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড