মানবতার সেবায় এগিয়ে আসা ৬বছরের শিশুর!
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার

শিশুরা নিজেদের জন্মদিনের পার্টি নিয়ে একটু বেশি উৎসুক থাকে। সকল বাচ্চাদের সাথে মিলেমিশে তারা হৈ-হুল্লোড় করতে পছন্দ করে। কিন্তু ৬ বছরের আরমানি নিজের চিন্তাধারা সামনে এনে সকলকে চমকে দিলেন।
নিজের জন্মদিলে শিকাগোর পার্কে থাকা পথশিশুদের রাতের ভোজন করানোর মনোবাসনা জানান আরমারি, তার মা-বাবাকে। প্রায় এক মাস ধরে তার মা-বাবাকে বুঝিয়ে শেষ পর্যন্ত পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি।
আরমানির মা আরতেস্টা জানায়, প্রথমে তারা মনে করেছিলেন যে, আরমানি মজা করছে। কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারেন, আরমানি গম্ভীরভাবেই কথা বলছে। তিনি এবার তার জন্মদিনে পথশিশুদের অবশ্যই নিয়ে আসতে চায়।
প্রায় ৩০০ ডলার খরচ করে তার জন্মদিনের আয়োজন করা হয়। শিশুদের খাবার ও কিছু খেলনা দেয়া হয়। এতে তারা অনেক খুশি হয়। এভাবে মানবতার পাশে এগিয়ে আসলে এক সময় অবশ্যই পৃথিবীতে শান্তি নেমে আসবে। সূত্রঃ মেট্রো।
নিউজওয়ান২৪.কম