NewsOne24

আগুনে পুড়ে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

গেরামের খবর

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার

ফাইল ফটো

ফাইল ফটো

ফরিদপুরের ঘুমন্ত থাকাবস্থায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ওই গ্রামের ভ্যান-চালক মো. সেন্টু মোল্যার স্ত্রী ফরিদা বেগম (৩০) ও তার একমাত্র মেয়ে রাবেয়া আক্তার (৪)। এ ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত হন ভ্যান চালক সেন্টু মোল্যা।
 
জানা গেছে, ভোরে ঘুমানো অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে। মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা ফরিদা বেগম তার মেয়ে রাবেয়া আক্তার আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। দগ্ধ হন নিহত ফরিদার স্বামী ভ্যান চালক সেন্টু মোল্যা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
 
সালথা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম