র্যাবের ফাঁদে ১২ বিদেশিসহ সাইবার প্রতারক চক্রের ১৪ কুচক্রী
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০২:৪০ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:৪০ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার
প্রতীকি চিত্র
ঢাকা: ১২ বিদেশিসহ আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে র্যাব সদর দফতর জানায়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে প্রতারণা করে আসছিল চক্রটি। র্যাব-১ এর এক অভিযানে ওই চক্রটিকে গ্রেপ্তারসহ বিপুল সংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপ, ডলার ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।
যোগাযোগ করলে র্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মাসুদ নিউজওয়ান২৪.কমকে জানান, গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ১২ বিদেশির মধ্যে ৮ জন নাইজেরীয়, ১ কঙ্গো ও ৩ জন মঙ্গোলিয়ার নাগরিক।
র্যাব সূত্র জানায়, এরা বেশকিছুদিন যাবত নজরদারিতে ছিল। বিভিন্ন অভিযোগের সূত্রে গোয়েন্দা জাল পেতে এদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত তথ্য বিকালে উত্তরায় র্যাব-১ অফিসে সংবাদ সম্মেলনে জানানো হবে।
নিউজওয়ান২৪.কম/ইউকে