রাজধানীতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
নিউজ ডেস্ক

ছবি: মো. রাকিবুল হাসান রাকিব
রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের এক শিক্ষার্থীর রহস্যসনক মৃত্যু হয়েছে।
সোমবার রাতে মিরপুরের শাহ আলী চিড়িয়াখানা রোড এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. রাকিবুল হাসান রাকিব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
রাকিব ঠাকুরগাও সদরের হরিপুর গ্রামের মো. ওসমান আলী’র ছেলে। তিনি পশ্চিম রাজাবাজারে থাকতেন।
তার রুমম্যাট আল আমিন ডেইলি বাংলাদেশকে বলেন, শুভ নামে তাদের এক বন্ধু তাকে মোবাইলে জানান, রাকিবকে কলেজের সামনে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পরে তাকে দ্রুত সমরিতা হাসপাতালে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডেকেলে নিয়ে যেতে পরমর্শ দেন। রাত সাড়ে দশটার দিকে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে তিনি কলেজের সামনে অচেতন হয়েছিলেন এমন প্রশ্নে আল আমিন বলেন, আমি রাকিবকে দেখে ও শুভর সঙ্গে কথা বলার পর ধারণা করছি, তাকে কেউ চেতনানাশক জাতীয কিছু খাইয়েছে।
শাহ আলী থানার এএসআই এনামূল বলেন, মেডিকেল থেকে আমরা প্রথম খবর পাই। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের স্বজনরা রাত দেড়টার দিকে থানায় এসেছেন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কি কারণে তার মৃত্যু হলো এ বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা