ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ভাতিজার হাতে আ.লীগ নেতা খুন: আহত ৪, আটক ৭

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২২:২৪, ১০ এপ্রিল ২০১৬   আপডেট: ২২:২৮, ১০ এপ্রিল ২০১৬

টাঙ্গাইল: জেলার নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে নূর হোসেন (৭০) নামে এক আওয়ামীলীগ নেতাকে খুন করেছে তার ভাতিজা দুলাল বেপারী ও তার লোকজন।

নূর হোসেন নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। রোববার সন্ধ্যায় নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের বাবনা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মারাত্মক আহত হয়েছে আরো ৪ জন।

আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আওলাদ বেপারী (৪৫), সোহেল (২২), জোমেলা বেগম (৫৫) ও আলতাফ হোসেন বেপারী (৪২)।

পুলিশ এ ঘটনায় জড়িত ৭ জনকে আটক করেছে।

নাগরপুর থানা ওসি জহিরুল ইসলাম জানান, ৮ শতাংশের একটি পুকুরের জমি নিয়ে নাগরপুর সদর ইউনিয়নের সাবেক সভাপতি নূর হোসেনের সঙ্গে ভাতিজা দুলাল ব্যাপারীর দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরেই দুলালসহ অন্যরা চাচা নূর হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় নূর হোসেনসহ ৫জন আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাবাসী হামলাকারীদের মধ্যে ৭ জনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের নিজেদের জিম্মায় নেয়।

আটক ব্যক্তিরা হচ্ছে দুলাল বেপারী (৫৫), আওয়াল বেপারী (৫২), মিজান বেপারী (৪৫), আলাল বেপারী (৩০), রিপন মিয়া (২২), জীবন (১৮) ও নাজমুল (১৮)।

এ ঘটনায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে ওসি জানান।

নিউজবাংলাদেশ.কম/এসএল

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত