ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

টেকনাফে ত্রিমুখী বন্দুকযুদ্ধে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৯, ২৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

টেকনাফে রোববার পুলিশ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ত্রিমুখী বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। 

উপজেলার শাহপরীরদ্বীপের কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হাসান আলী ও মো. কামাল। 

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, নিয়মিত টহল দেয়ার ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ। সেখানে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত হয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, এসআই রাজু আহমেদ, এএসআই মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম।

জানা গেছে, সন্ত্রাসীরা ইয়াবা কারবারিদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেয়ার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত।

ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত