ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

হাসপাতাল ছাড়লেন সাকিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ১২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপে আঙুলের আঘাতের জন্য দলকে রেখে দেশে চলে আসেন সাকিব আল হাসান। পরে দেশের একটি বেসরকারি হাসপাতালে আঙ্গুলের চিকিৎসা নিয়ে ভালো হতে না পেরে পাড়ি জমান অস্ট্রেলিয়ার মেলবোর্নে। গত ৫ অক্টোবর অস্ট্রেলিয়া গিয়েছিলেন সাকিব আল হাসান। অবশেষে শুক্রবার (১২ অক্টোবর) হাসপাতাল থেকে ছাড়া পেলেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। তবে কবে দেশে ফিরবেন তা এখনো জানা যায়নি।

ইনজুরি নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন সাকিব। কিন্তু ফাইনাল না খেলেই ফিরতে হয়েছিল দেশে। আর দেশে এসে তার আঙ্গুল সার্জারি করে পুঁজ বের করা হয়। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়, সংক্রমণ হয়েছে সাকিবের আঙুলে।

এরপরই অস্ট্রেলিয়ায় যান সাকিব। কিন্তু মেলবোর্নের চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণ সারিয়েই তবে আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। তার জন্য অন্তত ৬ মাস সময় লাগবে। সংক্রমণ সারার পর খেলতে পারবেন সাকিব।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত