ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সাব্বিরের ‘কিংবদন্তি’ মহেন্দ্র সিং ধোনি

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ২ আগস্ট ২০১৭  

এক সময় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে ‘যুদ্ধ’ মনে করা হতো। কিন্তু প্রতিবেশি এই দুই দেশ এখন খুব একটা মুখোমুখি হয় না। তবে ভারত-বাংলাদেশ ম্যাচ যেন তাদের সেই জায়গাটা দখল করে নিয়েছে। ভারত ও বাংলাদেশ কোনো ক্রিকেট ম্যাচে মুখোমুখি মানেই অন্যরকম উত্তেজনা।

তবে মাঠে এমন উত্তেজনা বিরাজ করলেও মাঠের বাইরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ সম্পর্ক। দুই দলের একাধিক খেলোয়াড় এমন দাবি করেছেন। বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান সাব্বির রহমানের পছন্দের একজন খেলোয়াড় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাব্বির তাকে ‘কিংবদন্তি’ মনে করেন।

সম্প্রতি ধোনির সঙ্গে হাসিমুখে তোলা একটি ছাবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন সাব্বির। ওপরে লিখেছেন,‘বিশ্বের কিংবদন্তি এমএস৭-এর সঙ্গে’। সাব্বির এবং ধোনির মধ্যের সম্পর্ক বেশ আগ থেকে। ২০১৫ সালে ভারতের বাংলাদেশ সফরে ধোনির কিছু মন্তব্য উদ্বৃতি করেন সাব্বির।

সাব্বির বলেন,‘মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে অনুশীলনের সময় তিনি (ধোনি) আমাকে বলেন যে, তিনি আমার ব্যাটিং স্টাইল এবং মানসিকতা দারুণ পছন্দ করেন। তিনি আমাকে যতদূর সম্ভব ম্যাচ শেষ করে ফেরার চেষ্টা করার উপদেশ দেন।’

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক। তার নেতৃত্বে ভারত ৫০ ওভার ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। তাকে ‘কুল ক্যাপটেন’ ও ‘মিস্টার ফিনিশার’ বলেও ডাকা হয়।

ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যে দারুণ সম্পর্ক তা বুঝা যায় কয়েকদিন আগে মাশরাফি বিন মুর্তজার কথায়। তিনি কলকাতার ‘আনন্দবাজার’-এর ‘সেরা বাঙালী’ পুরস্কার গ্রহণের পর বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। যুবরাজ সিং তো এখনো আমার সবচেয়ে ভাল বন্ধুদের একজন। মাঠে আমরা যাই করি তবে সেটা কখনো সীমা ছাড়ায় না।’

 

নিউজওযান২৪.কম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত