ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ১৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


রাজবাড়ীর জামালপুর রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে রেলক্রসিং পার হতে গিয়ে  এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত নয়জন। 

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার বাগুটিয়া গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২০), শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২) ও তুলসিবরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২২)।

বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি বলেন,  জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর রেলক্রসিংয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই বালিয়াকান্দি উপজেলার মধুখালির রাজ্জাক জুট মিলের শ্রমিক।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত