ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় চলছে বাংলাদেশের মেয়েদের দাপট- অন্তত বয়সভিত্তিক ফুটবলে কথাটা বলাই যায়। অনূর্ধ্ব-১৮ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতাটির ফাইনাল নিশ্চিত করেছে কৃষ্ণা-সানজিদারা।
টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটানকে সমীহ করলেও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। আগের ম্যাচে বেঞ্চে থাকা সানজিদা আক্তার সেমিফাইনালে নেমেছিলেন একাদশে থেকে। শুরুতেই দেখিয়ে দিলেন তার সামর্থ্য। ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটে চমৎকার এক গোলে এই উইঙ্গার এগিয়ে নেন বাংলাদেশকে। ভুটান গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জড়িয়ে দেন জালে।
শুরুতেই এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় গোলের জন্য চাপ তৈরি করতে থাকে ভুটানের রক্ষণে। প্রতিপক্ষের গোলরক্ষক ও দুর্ভাগ্যের জন্য সুযোগগুলো ঠিক কাজে লাগাতে পারছিল না তারা। তবে প্রথমার্ধের বাঁশি বাজার আগমুহূর্তে ব্যবধান ২-০ করেন মিশরাত জাহান। প্রথমার্ধের ইনজুরি টাইমে কর্নার থেকে উড়ে আসা বল জটলার ভেতর থেকে পেয়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক, ফাঁকা রক্ষণের সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি মিশরাতের।
২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশকে আরো এগিয়ে নেন কৃষ্ণা রানী সরকার। ৬০ মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর অবশেষে সফল হন তিনি।
তখনই আসলে একরকম ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তাই বলে আক্রমণের ধার কমেনি লাল-সবুজ জার্সিধারীদের। বাংলাদেশের মেয়েরা একের পর এক আক্রমণ চালিয়েছে ভুটানের রক্ষণের। তেমনই এক আক্রমণ ঠেকাতে গিয়ে ভুটানের এক ডিফেন্ডার নিজেদের সীমানায় ফাউল করে বসেন বদলি খেলোয়াড় সাজেদা খাতুনকে। তাতে ৮৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে বাংলাদেশকে বড় জয় এনে দেন শামসুন্নাহার।
টানা জয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে নেপালের। প্রথম সেমিফাইনালে নেপাল টাইব্রেকারে ভারতকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল