ভারতের নিষিদ্ধ দ্বীপে প্রাণ গেলো মার্কিন নাগরিকের
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ভারতের আন্দামান সাগরে অবস্থিত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ নর্থ সেন্টিনেল। সেখানে এক মার্কিন নাগরিকের প্রবেশের পর আদিবাসীদের আক্রমণে মারা গেছেন বলে খবর উঠেছে। তার নাম জন অ্যালেন চাও।
বুধবার সন্ধ্যায় পুলিশ খুনের এ মামলা দায়ের করে। জানা গেছে, ওই তরুণ পর্যটককে সংরক্ষিত নর্থ সেন্টিনেল দ্বীপে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ জেলেকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গির্জার যাজক ছিলেন জন। ঘন ঘন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াত ছিল তার। সেন্টিনেল প্রজাতির মানুষের সঙ্গে যেচে আলাপ করতেন। চেষ্টা করতেন তাদের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করতে।
আন্দামান শিখা নামের এক সংবাদপত্র বলেছে, অতীতে মোট পাঁচবার আন্দামান ঘুরে গিয়েছিলেন জন। দেখা করতে চেয়েছিলেন আদিবাসী নেতাদের সঙ্গে। যাতে তাদের কাছেও খ্রিষ্টান ধর্মের বার্তা পৌঁছে দিতে পারেন। মৃত্যুর আগে গেলে পাঁচদিনে একাধিকবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে গিয়েছিলেন।
গেল বুধবারও নাকি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে ঢোকার চেষ্টা করেন জন। কিন্তু ব্যর্থ হন তিনি। দুদিন পর ফের সেখানে হাজির হন তিনি। তাও আবার স্থানীয় মৎজীবীদের সাহায্যে।
জানা যায়, গেল শুক্রবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে তাদের নৌকো থেকে নেমে যান জন। ছোট ডিঙি নিয়ে একাই দ্বীপটির দিকে এগিয়ে যান তিনি। সেখানে পা ফেলা মাত্রই ঝাঁকে ঝঁকে তির উড়ে আসে তার দিকে। তা সত্ত্বেও তিনি হাটছিলেন।
পরে তাকে বালির ওপর ফেলে, গলায় দড়ি পেঁচিয়ে টানতে টানতে সমুদ্র সৈকতের দিকে নিয়ে যায় আদিবাসীরা।
এদিকে জনের দেহের খোঁজে এরই মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে নর্থ সেন্টিনেল দ্বীপে হেলিকপ্টার নামানোর সাহস পাচ্ছে না স্থানীয় প্রশাসন। কারণ তাতে আদিবাসী উপজাতিরা রণমূর্তি ধারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ভারত মহাসাগরের বুকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাস সেন্টিনেলিজদের। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তাদের জনসংখ্যা ৫০-এর মধ্যে। তবে বহির্বিশ্ব থেকে একেবারেই বিচ্ছিন্ন এই দ্বীপটি। ইচ্ছাকৃতভাবে নিজেদের সরিয়ে রেখেছে তারা। নিজেদের এলাকায় বাইরের কারো প্রবেশ একেবারেই তাদের পছন্দ নয়।
নিউজওয়ান২৪/জেডএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন