ভাগাভাগিতে কয়টি আসন পাচ্ছে ঐক্যফ্রন্ট?
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একদিকে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল, অন্যদিকে আসন বণ্টন নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি। শরিকদের চাপ-সব মিলিয়ে কপালে ভাঁজ পড়ছে দলটির শীর্ষ নেতাদের।
বিএনপির নির্বাচনী সঙ্গী দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট (সম্প্রসারিত ২৩ দল)। এ দুটি জোটে রয়েছে ২৭টি রাজনৈতিক দল।
জামায়াত ও এলডিপিকে বিএনপির সর্বাধিক আসনে ছাড় দিচ্ছে। দুই জোটের মধ্যে ২০ দলের প্রধান শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে বিএনপির এক ধরনের সমঝোতা হয়ে গেছে। বাকিদের সঙ্গেও সমঝোতা হওয়ার পথে।
ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকে আসন দেয়া নিয়ে বিএনপি এক ধরনের চাপ অনুভব করছে। এক ধরনের শঙ্কাও কাজ করছে।
এ ক্ষেত্রে কিছু জটিলতাও রয়েছে। ঐক্যফ্রন্টভুক্ত দলগুলো যেসব আসন দাবি করছে, সেই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আবার ২০ দলকে যেসব আসনে ছাড় দিতে চাইছে, সেগুলোর কোনো কোনোটাও ঐক্যফ্রন্টের চাহিদার মধ্যে রয়েছে।
সব মিলিয়ে ঐক্যফ্রন্টভুক্ত চারটি দলকে বিএনপি কয়টি আসন দিয়ে সন্তষ্ট করতে পারে, সেটিই এখন নেতাদের মূল ভাবনায়।
গণফোরামের পক্ষ থেকে সারা দেশে শতাধিক আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে গণফোরাম ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রার্থীদের সর্বোচ্চ ১২-১৫ আসনে ছাড় দেয়ার চিন্তাভাবনা রয়েছে।
গণফোরাম ১৫ আসন পেলে দুই জোটের মধ্যে জামায়াতের ২৫ আসনের পর গণফোরামই সর্বোচ্চ আসন পাচ্ছে।
গণফোরাম সভাপতি ড. কামাল নির্বাচন করছেন না। তার দল থেকে যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন, তারা হলেন-মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, আবু সাইয়িদ প্রমুখ।
আসন বণ্টন নিয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০-দলীয় জোটের শরিক ও ঐক্যফ্রন্টের সঙ্গে আসন নিয়ে আলোচনা অব্যাহত আছে। ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে। এ নিয়ে কোনো সংকট হবে না।
তিনি আরও বলেন, সময় স্বল্পতার কারণে মনোনয়নপত্র জমা দেয়ার আগে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হয়নি। আশা করি প্রত্যাহারের আগে এ ব্যাপারে আমরা একটা সমঝোতায় আসতে পারব।
নিউজওয়ান২৪/ইরু
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও