বোয়ালমারীতে দু`গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১০
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত এবং কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাটানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ আসেনি বলে তিনি জানান।
জানা যায়, উপজেলা কৃষকলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. শাহিদ মোল্যা ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুর রহমান বাশারের সাথে গ্রাম্য দলাদলির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে শুক্রবার সকালে শাহিদ মেম্বারের সমর্থক সৈয়দ মাহাবুর মালিখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে সৈয়দ আব্দুর রহমান বাশারের বাড়ির সামনে পৌছালে তাকে বেধড়ক মারপিট করে। এ সংবাদ পৌছালে শাহিদ মোল্যার সমর্থিত লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাশার চেয়ারম্যানের বাড়ি আক্রমণ করলে বাড়ির ভিতর থেকে বন্দুকের গুলি ছোড়া হয়।
এ সময় বন্দুকের গুলিতে সৈয়দ ইদ্রিস আলীর ছেলে সৈয়দ নাজিম উদ্দিন (২০) সৈয়দ আয়ুব আলীর ছেলে সৈয়দ ইমন আলী (১৮), সৈয়দ মোশারফ আলীর ছেলে সৈয়দ মেজবাহ আলী (২৫), সৈয়দ আনসার আলীর সৈয়দ রাসেল (৩২) ও ওদুদ শরীফের ছেলে কুতুব উদ্দিন শরীফ (২৮) গুলিবিদ্ধ হয়।
আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ সৈয়দ আয়ুব আলীর ছেলে সৈয়দ ইমন আলী মারা যায়।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা