ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করলেন মাশরাফি

খেলা ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১৩ জানুয়ারি ২০২০  

মাশরাফি বিন মুর্ত্তজা- ফাইল ফটো

মাশরাফি বিন মুর্ত্তজা- ফাইল ফটো

অভিমানের বশে জাতীয় দলের ত্রিসীমানা থেকে নিজেকে সরিয়ে রাখতেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাশরাফি বিন মুর্ত্তজা! কিন্তু না, এটি ভাবার কোনো কারণই নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফিকে ঠিকই রাখতে চেয়েছিল। কিন্তু বাধ সেধেছেন তিনি নিজেই। নতুন কাউকে সুযোগ করে দিতেই বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা।

রোববার (১২ জানুয়ারি) বিসিবির নির্বাহি সভা শেষে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘মিটিং শুরু হওয়ার আগে মাশরাফির সাথে আমার কথা হয়েছে। সেই ফোন করেছিল আমাকে। তার কথা অনুযায়ী, সে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে বলেছিল। সে খেলার মধ্যে আছে কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। সে কেন্দ্রীয় চুক্তিতে না তাহলে অন্য কেউ নতুন একজন সুযোগ পাবে এই কারণেই সরে দাঁড়িয়েছে। আমরা তার প্রস্তাব মেনে নিয়েছি। অতএব কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে ওটার মধ্যে হয়ত মাশরাফির নাম থাকছে না।’

২০১৯ সালের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি মুর্ত্তজা।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত