‘বার্সেলোনায় থেকে যাচ্ছেন নেইমার’
খেলা ডেস্ক
নেইমারের দল বদলের খবর নিয়ে উত্তেজনা এখন চরমে। তাকে নিয়ে বড় কেউ একটু ফিসফাস করলেই তা খবর হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে নেইমারের বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেয়ার খবর বাতাসে ভাসছে। চূড়ান্ত কোনোকিছু হওয়ার আগেই নানাজন নানা মতামত দিচ্ছেন।
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ নাকি নেইমারকে বার্সেলোনায় থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে থিয়াগো সিলভা ও এডিনসন কাভানি নেইমারকে পিএসজিতে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন বলে জানিয়েছেন। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো বললেন আরেক কথা। তিনি নেইমারকে রিয়াল মাদ্রিদে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।
সবার কথা নিয়েই খবর হয়েছে। এরই মধ্যে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে আলোচনায় নতুন ঘি ঢালেন। নেইমারের সঙ্গে নিজের একটি ছবি তুলে তা পোস্ট করেন টুইটারে। নিচে লেখেন, ‘বার্সেলোনায় থেকে যাচ্ছেন নেইমার।’ নেইমার-পিকের ওই ছবি ও মন্তব্য দেখার পর অনেকের মনে আরেক প্রশ্ন দেখা দেয়। তাহলে কি বার্সেলোনায় থেকে যাচ্ছেন নেইমার? পিকের ওই টুইট নিয়ে সরগম হয়ে ওঠে। কিন্তু এরমধ্যে ডিগবাজি দিলেন পিকে। জানালেন, নেইমার অন্য কোথায় যাচ্ছেন কি না, তা তিনি জানেন না। তিনি নাকি শুধু নিজের একটা ইচ্ছার কথা টুইটারে জানিয়েছেন। নেইমার বার্সেলোনার থেকে যাক- এই প্র্যত্যাশা করেছেন তিনি। সেটা কোনো খবর ছিল না।
পিকে বলেন, ‘ওই টুইটটা আসলে আমার ব্যক্তিগত মতামত ছিল। আনুষ্ঠাতিক কোনো ঘোষণা ছিল না। সিদ্ধান্তটা নেইমার নিজে নেবে। আমার চাওয়া হলো- সে এখানে থেকে যাক। এ কারণেই তারসঙ্গে আমার তোলা একটি ছবি পোস্ট করে নিজের আশার কথা বলেছিলাম।’
অনেকেই বলছেন, মেসির ছায়া থেকে বের হওয়ার জন্য নেইমার পিএসজিতে যোগ দিচ্ছেন। বিষয়টা পিকেও সামনে আনলেন। বলেন, ‘তার (নেইমার) বয়স এখন সবে ২৫। অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় সে। সে হয়তো তার ভবিষ্যত নিয়ে ভাবছে। বার্সেলোনার চেয়ে ভাল জায়গা সে পাবে না। তবে সবার ব্যক্তিগত মতামত থাকতে পারে। আমি বুঝি, সে নেতৃত্ব দিতে চায়। কিন্তু বার্সেলোনায় তাকে মেসির সঙ্গে খেলতে হয়। আর মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এখানে নেইমার নেতৃত্ব দেয়ার সুযোগ পায় না।’
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল