বাবা-মা’র পাশেই শায়িত হবেন আমজাদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আজ সন্ধ্যায় দেশে আসবে আমজাদ হোসেনের মরদেহ। প্রয়াত চিত্র পরিচালকে তার আদি নিবাস জামালপুরেই দাফন করা হবে। এর আগে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা শোনা গেলেও শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আমজাদ হোসেনের পরিবার।
শুক্রবার দুপুরে তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, রাতে বাবার মরদেহ আসার পর আদাবরে বাসার পাশের স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বাসায় নিয়ে আসা হবে। এ সময় আত্নীয় স্বজনরা শেষবারের মতো দেখার সুযোগ পাবে। এরপর আব্বার মরদেহ সংরক্ষণের জন্য বারডেম হাসপাতালের হিমাগারে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, শনিবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্বার মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে এটিএন বাংলার সামনে। এরপরে নিজের দীর্ঘ দিনের কর্মস্থল এফডিসিতে নিয়ে যাওয়া হবে। সেখানে আব্বার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চ্যানেল আই কার্যালয়ে হবে তৃতীয় জানাজা হবে। এরপরে সরাসরি জামালপুরে নিয়ে যাওয়া হবে।
দোদুল আরো বলেন, বাবার শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরে তার আব্বা-আম্মার কবরের পাশেই সমাহিত করা হবে। আমাদের কাছে আব্বা মরার আগেই বলেছিল। আর একটি ছেলে স্বপ্রণোদিত হয়ে একটি অডিও রেকর্ড নিয়ে এসে শোনায়। ওই ইন্টারভিউয়ের অডিওতে বাবা স্পষ্ট বলেছেন, মৃত্যুর পর যেন তাকে জামালপুরে সমাহিত করা হয়। কারণ তিনি মনে করতেন জামালপুরের মানুষই তাকে যুগ যুগ ধরে মনে রাখবে। সেখানকার মানুষ তাকে যতটা ভালোবাসা দেবেন, তার থেকে বেশি ভালোবাসা কেউ দিতে পারবে না। বাবা বলেছেন, প্রথম কবিতা লিখে তিনি জামালপুরেই সুনাম অর্জন করেছিলেন।
তিনি বলেন, বাবা তার ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় কিন্তু জামালপুরের কবরস্থানকে দেখিয়েছেন। অডিও শোনার পর আমরা সিদ্ধান্ত বদলেছি। কারণ আমি শুনেছি ধর্মমতে মৃত্যুর আগে মানুষের বলে যাওয়া শেষ ইচ্ছা পূরণ করা উচিত। আর বাবা বলতেন, শহরের মানুষ বেশি দিন মনে রাখে না গ্রামের মানুষই আমাকে বাঁচিয়ে রাখবেন।
তিনি আরো জানান, জামালপুরে সমাহিত করা হলে শনিবার দাফন করা সম্ভব হবে না। সেজন্য রোববার (২৩ ডিসেম্বর) দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরই মধ্যে জামালপুরে তার কবরের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গেল শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মৃত্যুর এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যায় আসছে আমজাদ হোসেনের মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় আমজাদ হোসেনের মরদেহ বহনকারী বিমানটি পৌঁছানোর কথা রয়েছে।
নিউজওয়ান২৪/এএস
- মিয়া খলিফা’র আয়ের হিসাব
- ‘ঝুমা বৌদি’র গোসলের ভিডিও ভাইরাল!
- নায়িকাদের প্রেমের গুঞ্জন নায়কের সঙ্গে, বিয়ে?
- ‘গর্ভবতী’ প্রভা!
- ‘গর্ভবতী’ মেহজাবিন?
- স্বামী-স্ত্রী শাকিব বুবলী?
- ‘উরু সৌন্দর্য্যই’ শ্রীদেবীকে সুপারস্টার বানিয়েছে!
- যে জনপ্রিয়তাকে ছাড়িয়ে বলিউডে সিয়াম-পূজা
- পর্ন তারকা মিয়া খলিফা সম্পর্কে কিছু তথ্য...
- হলিউডের এক্সএক্সএক্স-এ দীপিকা
- খোলামেলা প্রেম তাদের, চুমুতেও বিচলিত নন এ জুটি! (ভিডিও)
- মাত্র একমাসে মহা মেধাবী বুবলী’র ভাই!
- পর্ন ইন্ডাস্ট্রির অজানা যত তথ্য
- ভাইরাল ঝুমা বৌদির নাচ! (ভিডিও)
- শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত?