বরিশালে ইলিশ ধরায় ৪৫ জেলের জেল-জরিমানা
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

ফাইল ছবি
মা ইলিশ নিধন বন্ধে অভিযানের শেষ দিনে অভিযান চালিয়ে ৪৫ জেলেকে আটক করে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার রাতে বরিশালের বিভিন্ন নদীতে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে বরিশাল নৌ-থানা পুলিশের ওসি বেল্লাল হোসেন জানান, অভিযানের শেষ দিনে মৎস্য অফিসের কর্মকর্তা ও নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাত ৮টা পর্যন্ত ৪৫ জনকে নদীতে মাছ ধরার সময় আটক করা হয়। পাশাপাশি ওই অভিযানে ১ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের রাতেই বরিশাল নৌ-থানায় নিয়ে আসা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে ২ হাজার টাকা করে জরিমানা ও বাকীদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, জেলেরা ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত অপেক্ষা না করে সন্ধ্যার পর থেকেই নদীতে ইলিশ শিকারে নামে। তাদের কাছে দিন শেষ মানেই নিষেধাজ্ঞা শেষ। এ কারণে শেষ দিকের অভিযানে এতো জেলে একবারে আটক হয়েছে।
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো