ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ঢাকাস্থ মাগুরা ফোরামের আনু্ষ্ঠানিক যাত্রা শুরু

মাগুরা সংবাদদাতা

প্রকাশিত: ১৮:২০, ১৫ নভেম্বর ২০২৪  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেবামূলক প্রতিষ্ঠান ঢাকাস্থ মাগুরা ফোরাম। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর কাজীপাড়ায় কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে সংগঠনটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা করেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সদস্য সচিব মো. আলমগীর হাসান রাজু। পরে অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক ড. মো. আলী আফজাল। পরে অনুষ্ঠানে বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন মো. আলমগীর হাসান রাজু। 

এ সময় সংগঠনটির গঠনতন্ত্র উপস্থাপনা করা হয়। গঠনতন্ত্র পাশ করেন সংগঠনটির আহ্বায়ক ড. মো. আলী আফজাল।

পরবর্তীতে ডা. মো. আলী আফজলকে সভাপতি এবং মো. আলমগীর হাসান রাজুকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় ডা. মো. আলী আফজল বলেন, মাগুরা জেলা অবহেলিত ছিলো। এখনো আছে। মাগুরা থেকে যারা ঢাকায় আসে, তাদের অনেকেরই অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা তাদের সহযোগিতা করবো। একটা সময় মাগুরা থেকে যারা ঢাকায় আসতো তাদের সহযোগিতা করার মতো তেমন লোক ছিলো না। আমাদের নিজেদের মধ্যে বন্ধনটা সহযোগিতার হওয়া উচিত। 

তিনি বলেন, মাগুরা থেকে যেসব ছেলে-মেয়ে ঢাকায় পড়াশোনা করতে আসে তাদের থাকার ব্যবস্থা, টিউশনির ব্যবস্থা আমরা সবাই মিলে করতে পারি। কারো পড়াশোনা চালাতে টাকার দরকার হলে সেগুলো দিতে পারি। হলে সিট দরকার হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর ব্যবস্থা করে দিতে পারি। পড়াশোনা শেষে চাকরি দরকার হয়, বেকারত্ব দূর করতে এই সংগঠনের সদস্যরা যার যার অবস্থান থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের চাকরির ব্যবস্থা করে দিতে পারি। এভাবে আমরা মাগুরার উন্নয়নে কাজ করতে পারি।

ডা. মো. আলী আফজল বলেন, এর আগে যারা ক্ষমতায় থেকেছেন তারা স্বল্পমেয়াদী উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা দীর্ঘমেয়াদী কাজ করতে পারি। মাগুরার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। দীর্ঘদিন ধরে মাগুরা টেক্সটাইল মিল বন্ধ রয়েছে। এগুলো চালুর উদ্যোগ নিতে পারি। মেডিকেল কলেজ ও সড়ক চার লেনের কাজ অনেকটা থেমে আছে। আমরা সেগুলো এগিয়ে নিতে কাজ করতে পারি।

তিনি বলেন, আমরা চাই ব্যবসা-বাণিজ্যেও মাগুরাবাসী এগিয়ে যাক। আল্লাহ বলেছেন রিজিকের ৯০ শতাংশের বেশি ব্যবসার মধ্যে অন্তর্নিহিত। এসব জায়গায় আমাদের সংগঠন তাদের সহযোগিতা করবে। আমরা চাই, কর্পোরেট সেক্টরে, প্রাইভেট সেক্টরে সর্বক্ষেত্রে মাগুরাবাসী নেতৃত্ব দিক। এসব ক্ষেত্রে আমাদের সংগঠন তাদের সহযোগিতা করবে। এটি তাদের জন্য প্লাটফর্ম হতে পারে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, আমিনুর রহমান মনির, সাংবাদিক মো. শহিদুল ইসলাম, শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আজমত হোসাইন, ডা. মো. সোলাইমান হোসেন ও মো. আনিসুর রহমান বিশ্বাস, ড সাইয়েদ আলী, নাজমুল ইসলাম রাজা ও মেসবাহুল কবীর মুক্ত প্রমুখ ।

NewsOne24.Com/আরএডব্লিউ

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত