ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নারায়নগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ১৮ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়নগঞ্জের মদনপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। আর এ সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ আহত হয়েছে অর্ধশতাধিক। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মদনপুর ইউপির দুবারের নির্বাচিত খলিল মেম্বার মদনপুরে বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব পোল্ট্রি ফিডের দোকানে বসে ছিলেন। এ সময় আমির গ্রুপের আমির সোহেলসহ অর্ধ শতাধিক লোক এসে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। প্রায় সবাই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খলিলের ওপর হামলা করে। একই সময়ে শাহ আলম নামে এক হকার খলিলকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে তারা। 

এ খবর ছড়িয়ে পড়লে খলিল গ্রুপের সদস্যরা মাইকে ঘোষণা দিয়ে আমির গ্রুপের সদস্যদের বাড়িঘরে হামলা চালায় ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আমির গ্রুপ আবার পাল্টা হামলা করলে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

গুরুতর আহত অবস্থায় খলিল মেম্বার ও শাহ আলমকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে খলিল মেম্বারের পক্ষে সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে তার নেতাকর্মী ও সমর্থকরা।

বন্দর থানায় ওসি আজহারুল ইসলাম সরকার জানান, গুরুত্বর আহত দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত