ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

দিনে পান বিক্রি রাতে পতিতাবৃত্তি...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১০, ২৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মালি নামের এক মেয়ে। যার কাজ দিনের বেলা পান বিক্রি আর রাতের বেলা পতিতাবৃত্তি করে বেড়ানো। আবার মাঝে মাঝে অনেক দিনের জন্য হারিয়ে যাওয়া। তারপরে ফিরে আসা। এর হদিস জানে না কেউ! কেন হারিয়ে যান মালি? কী করেন তিনি?

এদিকে, পাগল বেশে ঘুরে বেড়ায় রমি নামের এক যুবক। যে পাগল হলেও বেশ ভালোবাসে মালিকে। কিন্তু ঐ এলাকার আরেক ছেলে মতিন। সে আবার গুণ্ডামি করে বেড়ায়। সেও মালির প্রেমে পাগল। তাই রমি তাকে একদমই সহ্য করতে পারে না।

একদিন খবর মেলে পতিতাবৃত্তি ছাড়াও মালি রাতের বেলা আরো একটি কাজ করে। ঠাণ্ডা মাথায় মানুষ খুন করা তার কাজ। এই জন্য সে অনেক দিনের জন্য হারিয়ে যায়। মালি টাকার বিনিময়ে যে কাউকে খুন করতে পারে।

মালির খুনের বিষয় জানাজানির পর নাটকের গল্প অন্যদিকে মোড় নেয়। এরপর কী ঘটে টা জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। এই ধরণের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ভেলকি’। এর রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম।

এই নাটকে রমি পাগলের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল। মালি চরিত্রে মৌসুমী হামিদ আর মতিন চরিত্রে মাজনুন মিজান অভিনয় করেছেন। এছাড়াও আছেন জীবন, শিলা, আশিক, শাহিন প্রমুখ।

এদিকে, ‘ভেলকি’ নাটকটি শুক্রবার রাত ৯টায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে বলে জানা গেছে।

নিউজওয়ান২৪/জেডএস