থাইল্যান্ডে ক্বিরাত সম্মেলনে যাচ্ছেন ক্বারি আহমাদ বিন ইউসুফ
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
থাইল্যান্ডে আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলনে যাচ্ছেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী।
তিনি ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্বারী মো. ইউসুফ (রহ.) এর বড় পুত্র।
মঙ্গলবার ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সম্মেলনটি ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সেন্ট্রাল ইসলামিক কাউন্সিল অব থাইল্যান্ড এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী।
থাইল্যান্ডের সেন্ট্রাল ইসলামিক কাউন্সিলের সভাপতি আনান ওয়ানাইলোহ এক বিবৃতির মাধ্যমে জানান, এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাই রাজা কিং ক্লং কাও। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, স্কলারস ও রাষ্ট্রদূতগণ।
এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ইত্তেহাদুল কুররা আল আলামিয়ার প্রেসিডেন্ট মিসরের ড. আহমাদ নাঈনা এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।
এছাড়া ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ মোট ১২ দেশ থেকে আগত ক্বারি ও অতিথিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’