ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ১০ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্ব টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সালমা খাতুনকে অধিনায়ক করে ১৫ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ১৫ জন ছাড়াও ৪ জন খেলোয়াড়কে রাখা হয়েছে স্ট্যান্ডবাই।

চলতি বছর বাংলাদেশ নারী দল দুইটি বড় সাফল্য পেয়েছে । ছেলেদের আগে বাংলাদেশের হয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জেতে বাংলদেশ। এশিয়া কাপ জেতার পরে চ্যাম্পিয়ন হয়েছে নারী বিশ্ব টি-টোয়েন্টির বাছাইপর্বেও। তাই নভেম্বরে হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির আসরে অন্য দলগুলোর বাড়তি নজর থাকবে বাংলাদেশ দলের প্রতি।

বিশ্ব টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড

সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোসাম্মত শারমিন আকতার সুপ্তা।

স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।

বিশ্ব টি-টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি

৫ নভেম্বর - বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

৭ নভেম্বর - বাংলাদেশ বনাম পাকিস্তান

১০ নভেম্বর - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

১৩ নভেম্বর - বাংলাদেশ বনাম ইংল্যান্ড

১৫ নভেম্বর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৯ নভেম্বর - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত