ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

জাপা সরকারে না বিরোধী দলে, সিদ্ধান্ত কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ২ জানুয়ারি ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের বলেছেন, জাপা সরকারে নাকি বিরোধী দলের ভূমিকা নেবে, সে বিষয় সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার।

বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী প্রেসিডিয়াম ও নব নির্বাচিত এমপিদের বৈঠক শেষে অনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মহাজোটের সঙ্গে নির্বাচন করেছি। তাই রাষ্ট্রের স্বার্থে মহাজোট যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ীই কাজ করবে জাপা।

এর আগে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ প্রেসিডিয়ামের দাবি ছিলো, ট্রেজারি বেঞ্চে বসলে পুরোপুরি সরকারের সঙ্গে থাকতে হবে। আর তা না হলে পূর্ণ বিরোধী দলে হতে হবে। মাসুদ পারভেজ সোহেল রানা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ আবু বাবলা, আজম খান, সালমা ইসলাম, সেলিম ওসমানসহ বেশিরভাগ নেতারা এ দাবির পক্ষে জোরাল বক্তব্য দেন।

তবে জি এম কাদের সংবাদ সম্মেলনে জানান, মহাজোটের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পর, সিদ্ধান্ত হবে কোন পথে যাবে দেশের দ্বিতীয় বৃহৎ দল জাতীয় পার্টি।

কাদের বলেছেন, বৃহস্পতিবার জাপার নব-নির্বাচিত এমপিরা শপথ নিয়ে সংসদীয় দলের সভায় অংশ নেবেন। দেশ ও মহাজোটের স্বার্থ বিবেচনায় রেখে পার্টির সংসদীয় দলের ওই সভায় সিদ্ধান্ত হবে সংসদে জাতীয় পার্টির কি ভূমিকা হবে। 

তিনি বলেন, এরপর আলাপ-আলোচনা হবে মহাজোটের সঙ্গে। কারণ, আমরা মহাজোটে ছিলাম, মহাজোটের শরীকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করেছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, আবুল কাশেম, মুজিবুল হক চুন্নু, মাহমুদুল ইসলাম চৌধুরী, শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, ফখরুল ইমাম এমপি, সালমা ইসলাম, প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী, মাসুদ পারভেজ সোহেল রানা, নূর-ই হাসনা লিলি চৌধূরী, হাবিবুর রহমান, এস.এম. ফয়সল চিশতী, আজম খান, এ টি ইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লেঃ জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান- শরিফুল ইসলাম জিন্নাহ, ডা. রুস্তম আলী ফরাজী, কেন্দ্রীয় নেতা পীর ফজলুর রহমান মিজবাহ, পনির উদ্দিন আহমেদ, আহসান আদেলুর রহমান, মেজর অবসপ্রাপ্ত রানা মোহাম্মদ সোহেল।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত