চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
মোসাদ্দেক দলকে খাঁদের কিনার থেকে টেনে তুলতে তাঁর ইনিংসটি অনেক বড় অবদান রেখেছিল। লঙ্কান স্পিনার কামিন্দু মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
কিন্তু দারুণ ব্যাটিং করে ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার মিজানুর। বিশাল এক ছয় মেরে অর্ধশতক রানে পৌঁছে যান তিনি। ৭০ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি, ছয়টি চার এবং একটি ছয়ে সাজানো মিজানুরের ইনিংস।
ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-২৩ দল।
গ্রুপ পর্বে দুই দলই জিতেছে দুইটি করে ম্যাচ। হেড টু হেডে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে গিয়েছেন জাকির হাসান। প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার কাজে নেমেছেন ওপেনার মিজানুর রহমান ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত।
এরপর শান্তও ফিরে যান ১০ রান করে। শান্তর পর ব্যাটিংয়ে নেমে সোহানও তেমন সুবিধা করতে পারেননি। দলকে এগিয়ে নিয়ে ৭২ রান করে ফিরে যান মিজানুর।
এরপর ইয়াসির ও আফিফ জুটি গড়লেও ৪৫ ওভারের পর পরপর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২৩৭ রানে। জয়ের জন্য শ্রীলংকার প্রয়োজন ২৩৮ রান।
বাংলাদেশ একাদশ: মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও শফিউল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: শাম্মু আসনান, কামিন্দু মেন্ডিস, শেহান জয়াসুরিয়া, আভিষকা ফার্নান্দো, হাসিথা বয়াগোডা, সাদুন ভিরাকোডি, আসেলা গুনারাত্নে, লাসিথ এম্বুলদেনিয়া, চামিকা করুনারাত্নে, আসিথা ফার্ন্দানো ও শেহান মাদুশাঙ্কা।
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল