ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘খেলাধুলার বিকাশে যা যা প্রয়োজন সব করবো’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ১২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

খেলাধুলার বিকাশে যা যা প্রয়োজন সব কিছু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে অনু্র্ধ্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। দলের কর্মকর্তারা পেয়েছেন ৫ লাখ টাকা করে। তাছাড়া পাশাপাশি খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা ও সংস্কৃতি মানুষকে নিজের দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ করে দেয়। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মানুষকে নিজের দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ করে দেয়। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ শৃঙ্খলা শিখে এবং আত্মবিশ্বাসী হয়।

1.খেলাধুলার বিকাশে সব করা হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আমরা খেলাধুলাকে সবসময় গুরুত্ব দিয়েছি। সেইসঙ্গে সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিয়েছি। হয়ত একসময় আমরা অনেক পিছিয়ে ছিলাম, হয়ত অনেক প্রতিবন্ধকতা ছিল। অনেক বাঁধা ছিল। এখন আমাদের আর এসব নেই। বাঁধা অতিক্রম করে আমরা যে এগিয়ে যাচ্ছি, তা আমাদের অব্যাহত থাকবে। দেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।

2.খেলাধুলার বিকাশে সব করা হবে: প্রধানমন্ত্রী

গত সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই নৈপুণ্যের জন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

মেয়েদের খেলার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, খুব সাহসী ভূমিকা সবাই রাখে। খেলার পারফরমেন্সও খুব ভালো। আমি চাই, খেলাধুলা সাংস্কৃতিক চর্চা সবদিক থেকেই আমাদের দেশের ছেলে-মেয়েরা আরো উন্নত হোক।

3.খেলাধুলার বিকাশে সব করা হবে: প্রধানমন্ত্রী

খেলাধুলার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যখনই ক্ষমতা পেয়েছি; আমার কাছে ক্ষমতা হচ্ছে দায়িত্ব, মানুষের সেবা করা এবং যে স্বপ্ন নিয়ে জাতির পিতা স্বাধীনতা এনেছিলেন সে স্বপ্নকে বাস্তবায়ন করা। বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। তাছাড়া খেলোয়াড়রাও প্রধানমন্ত্রীকে ফুটবল উপহার দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

নিউজওয়ান২৪/জেডএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত