ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ক্লাব বিশ্বকাপের ঘোষণা দিলো ফিফা

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ১৭ ডিসেম্বর ২০২২  

ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো


ইউরোপের বড় ক্লাবগুলোর বিরোধীতার মধ্যেই আজ ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

টুর্নামেন্টটি সম্প্রসারণের প্রকল্পটি দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন ইনফান্তিনো। ইউরোপের ৮টি দলসহ ২৪ ক্লাবের ইভেন্টটি ২০২১ সালে চীনে শুরুর কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেটি স্থগিত করা হয়। 

ইনফান্তিনো বলেছেন, নতুন চেহারার টুর্নামেন্টটি আগের পরিকল্পনার চেয়েও বড় হবে।

দোহায় বিশ্বকাপ দেখতে আসা ফিফা প্রধান শুক্রবার বলেন, ‘কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। ২০২১ সালে এটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায়।

২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেওয়া হবে।’

নিউজওয়ান২৪.কম/রাজ

খেলা বিভাগের সর্বাধিক পঠিত