ঈশ্বরে বিশ্বাস ছিলো না আইনস্টাইনের
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ঈশ্বরে আদৌ বিশ্বাস ছিল না আইনস্টাইনের। এ এমন তথ্য জানালেন ক্রিস্টিজের নিলাম। মৃত্যুর বছরখানেক আগে ঈশ্বরকে বুড়ো আঙ্গুল দেখানো আইনস্টাইনের সেই চিঠি প্রত্যাশার দ্বিগুণ দর পেল, নিউইয়র্কে নিলামে। যার দাম ২৯ লক্ষ ডলারে।
১৯৫৪ সালে লেখা আইনস্টাইনের সেই চিঠি নিলামের আলোয় এসে জানাল, জীবনের শেষ প্রান্তে পৌঁছেও আইনস্টাইন লিখে যাননি, মরণ রে, তুঁহু মম শ্যাম সমান! বরং আইনস্টাইনের ‘ঈশ্বর বিশ্বাস’ নিয়ে এত দিন যে ‘বিশ্বাসী’রা খুশিতে ডগমগ হয়ে উঠতেন, মৃত্যুর এক বছর আগে বন্ধুকে হাতে লেখা চিঠিতে তাদের হতাশই করেছিলেন এই ব্রহ্মাণ্ডের জমাট অন্ধকারে আলো ফেলা বহুদর্শী বিজ্ঞানী।
জার্মান ভাষায় লেখা ওই চিঠিতে আইনস্টাইন নিজের হাতেই অস্বীকার করেছিলেন ‘ঈশ্বরের হাত’! লিখেছিলেন, ‘‘ওই সব হাত-টাত বলে কিছু নেই। সবটাই মানুষের দুর্বলতা।’’
ওই সময়ের বিশিষ্ট জার্মান দার্শনিক এরিখ গুটকাইন্ডকে জার্মান ভাষায় লেখা দেড় পাতার ওই চিঠিতে আইনস্টাইনের বক্তব্য ছিল, ‘‘তা সে যে ধর্মই হোক, আদতে তা আমাদের আদিম কুসংস্কারই। আমি মনে করি, ঈশ্বর শব্দটা মানুষের দুর্বলতার প্রকাশ আর সেই দুর্বলতা থেকেই তার জন্ম। আর কিছুই নয়।’’
ঈশ্বরের দিকে ‘কামান দাগা’ সেই চিঠির দরদাম, ক্রিস্টিজ ভেবেছিল, নিলামে উঠবে বড়জোর ১৫ লক্ষ ডলার। কিন্তু নিলামের ফলাফল জানাল, ঈশ্বরের পরাজয়ের দাম তার প্রায় দ্বিগুণ। ৬৪ বছর আগে আইনস্টাইনের লেখা ওই চিঠির দাম উঠল ২৯ লক্ষ ডলার। ক্রিস্টিজের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মৃত্যুর বছরখানেক আগে লেখা আইনস্টাইনের ওই চিঠি সত্যিই অতুলনীয়। ব্যাক্তিগত ভঙ্গিতে লেখা। ধর্ম ও দর্শন সম্পর্কে তাঁর ধ্যানধারণার সবচেয়ে পূর্ণাঙ্গ প্রকাশ।’’
সেই চিঠিতে বাইবেল-কেও তোপ দেগেছিলেন আইনস্টাইন। পরোয়া করেননি নিজের ইহুদি ধর্মকেও। দার্শনিক গুটকাইন্ডকে তিনি লিখেছিলেন, ‘‘বাইবেলে তো আসলে আদিম কিংবদন্তীদের মহান বানানো হয়েছিল। তাদেরই স্তুতি রয়েছে সেখানে। কোনো ব্যাখ্যা, কোনও কিছুই আমার এই ধারণা বদলাতে পারবে না। একই কথা খাটে ইহুদি ধর্মের ক্ষেত্রেও।’’
আইনস্টাইনের চিঠির নিলাম অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৭-য় তার একটি চিঠি নিলামে দর পেয়েছিল ৬ হাজার ১০০ ডলার। আর তার চেয়ে আরেকটু বেশি দর পেয়েছিল আইনস্টাইনের ১৯২৮ সালে লেখা একটি চিঠি। দাম উঠেছিল ১ লক্ষ ৩ হাজার ডলার।
নিউজওয়ান২৪/এএস
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো