আমজাদ হোসেনের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বিশিষ্ট চিত্র পরিচালক ও কালজয়ী বাংলা সিনেমার স্রস্টা আমজাদ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। এরপর বাবার কবরের ওপরে তাকে সমাহিত করা হয়।
রোববার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে, প্রয়াত আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, বাবার শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরে দাদা-দাদীর কবরের পাশেই সমাহিত করা হয়। আজ ১০টায় জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
এদিকে, শনিবার রাত সাড়ে ৯টায় আমজাদ হোসেনের মরদেহ জামালপুর পৌরশহরের ইকবালপুরে নিজ বাড়িতে এসে পৌঁছায়। ওইসময় তাকে একনজর দেখতে আত্মীয়-স্বজন, শোভাকাঙ্ক্ষী, ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ ভীড় করেন। সর্বসাধারণের জন্য তার মরদেহের কফিন লাশবাহী গাড়ি থেকে কিছুক্ষণের জন্য নামানো হয়।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ জামালপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শহরের বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাকে একনজর দেখতে ছুটে আসেন। পরে তার মরদেহ পুনরায় লাশবাহী ওই গাড়িতে তুলে রাখা হয়। আমজাদ হোসেনের মরদেহের সঙ্গে চার ছেলে সাজ্জাদ হোসেন দোদুল, কল্লোল, মৃদুল, সোহেল আরমান এবং মেয়ে শুকলাসহ স্বজনরা দাফন সম্পন্ন করতে জামালপুরে পৌঁছায়।
১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রয়াত এই চিত্র পরিচালক।
নিউজওয়ান২৪/জেডআই
- মিয়া খলিফা’র আয়ের হিসাব
- ‘ঝুমা বৌদি’র গোসলের ভিডিও ভাইরাল!
- নায়িকাদের প্রেমের গুঞ্জন নায়কের সঙ্গে, বিয়ে?
- ‘গর্ভবতী’ প্রভা!
- ‘গর্ভবতী’ মেহজাবিন?
- স্বামী-স্ত্রী শাকিব বুবলী?
- ‘উরু সৌন্দর্য্যই’ শ্রীদেবীকে সুপারস্টার বানিয়েছে!
- যে জনপ্রিয়তাকে ছাড়িয়ে বলিউডে সিয়াম-পূজা
- পর্ন তারকা মিয়া খলিফা সম্পর্কে কিছু তথ্য...
- হলিউডের এক্সএক্সএক্স-এ দীপিকা
- খোলামেলা প্রেম তাদের, চুমুতেও বিচলিত নন এ জুটি! (ভিডিও)
- মাত্র একমাসে মহা মেধাবী বুবলী’র ভাই!
- পর্ন ইন্ডাস্ট্রির অজানা যত তথ্য
- ভাইরাল ঝুমা বৌদির নাচ! (ভিডিও)
- শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত?