ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

৬ পায়ের বাছুর

গেরামের খবর ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ২ আগস্ট ২০১৭  

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপির আমবাটি গ্রামে সোমবার একটি গাভী ৬পা বিশিষ্ট এ্যাড়ে বাচ্চা জন্ম দিয়েছে। বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় করছেন।

বাছুরের মালিক আমবাটি গ্রামের গোলাম রাব্বানী জানান, তার একটি গাভী সোমবার বিকেলে এ্যাড়ে বাছুরের জন্ম দেয়। এ খবরটি ছড়িয়ে পড়লে গত ২ দিন ধরে এলাকার শতশত উৎসুক জনতা বাছুরটি দেখতে তার বাড়িতে ভীড় করছেন ।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত