ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

১৩০০ কোটি টাকা আয়ে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ৩০ ডিসেম্বর ২০২২  

২০২২ সেরা সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আমেরিকার ব্যবসা সাময়ীকি ফোর্বস। তিন বছর পর তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলা বিশ্বকাপজয়ী এ তারকা এ বছর আয় করেছেন ১৩ কোটি ডলার (১৩০০ কোটি টাকা প্রায়)। দুইয়ে রয়েছেন আমেরিকার বাস্কেটবল তারকা লেব্রন জেমস। লস অ্যাঞ্জেলেস লেকার্সে খেলা এ তারকার আয় ১২ কোটি ১২ লাখ ডলার।

সেরা দশে রয়েছেন মেসিসহ তিন ফুটবলার। জেমসের পরে তিন নম্বরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার আয় ১১ কোটি ৫০ লাখ ডলার।

চারে রয়েছেন মেসির পিএসজি সতীর্থ ও ব্রাজিলের সুপারস্টার নেইমার। তার আয় ৯.৫ কোটি ডলার। ৯ কোটি ২৮ লাখ ডলার আয় করে তালিকার পাঁচে রয়েছেন আরেক বাস্কেটবল খেলোয়াড় স্টেফ কারি।

সেরা দশের বাকি স্থানগুলো দখল করেছেন যথাক্রমে কেভিন ডুরান্ট (বাস্কেটবল), রজার ফেডেরার (টেনিস), কানেলো আলভারেস (বক্সিং), টম ব্রেডি (আমেরিকান ফুটবল), ইয়ানিস আন্টেটুকুম্পো (বাস্কেটবল)।

নিউজওয়ান২৪.কম/এসএ

খেলা বিভাগের সর্বাধিক পঠিত