ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

হোয়াটসঅ্যাপে ইডিয়ট, ফেঁসে গেলেন তরুণ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের এক তরুণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে বান্ধবীকে হাবলা বলায় ৬০ দিনের কারাদণ্ডের সাজা ও ২০ হাজার দিরহাম জরিমানা করেছে আবু ধাবির একটি আদালত।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় বান্ধবীকে ইডিয়ট (আরবিতে হাবলা) লিখেছিলেন ওই তরুণ। তবে তার দাবি মজা করার উদ্দেশে তিনি ওই শব্দটি লিখেছিলেন। কিন্তু তার বান্ধবী এটাকে অপমানজনক হিসেবে নিয়ে আবু ধাবির আদালতে মামলা দায়ের করেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে এ ধরণের বার্তার আদান প্রদানের কারণে দেশটির বেশ কয়েকটি আদালতে মামলা রয়েছে। কিন্তু যাদের এসব বার্তা পাঠানো হয়, তারা বিষয়টিকে গুরুতরভাবে নিয়েছেন।

আরব আমিরাতের একজন আইনজীবী হাসান আল রিয়ামির ভাষ্যমতে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কোনো কিছু প্রকাশ করলেই তা সাইবার ক্রাইমের ধারায় বিচার্য।

এই আইনে অভিযুক্তরা আড়াই লাখ থেকে ১০ লাখ আমিরাতি দিরহামের সাজা অথবা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত