ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

হানিফ বাসমালিকের মৃত্যুদণ্ড, চট্টগ্রাম কাউন্টার ভাঙচুর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ১৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন হানিফ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. হানিফ। এ ঘটনা জানাজানি হলে হানিফ এন্টারপ্রাইজের চট্টগ্রামের কাউন্টারে ভাঙচুর চালিয়েছে একদল যুবক। এতে হানিফের চট্টগ্রাম কাউন্টার বন্ধ হয়ে গেছে।

শনিবার বিকেলে চট্টগ্রামে হানিফের কাউন্টারে ভাঙচুরের ঘটনার পর সেখান থেকে টিকেট বেচা-কেনা বন্ধ রয়েছে; কাউন্টারের সামনে অবস্থান নিয়েছে পুলিশ।

জানা গেছে, যুবকরা মিছিল নিয়ে হানিফের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে নগরীর খুলশী থানার দামপাড়া এলাকায় গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে ভাঙচুর চালায়। মিছিল নিয়ে আসা যুবকরা কাউন্টারে থাকা কর্মীদের বেরিয়ে যেতে বলে এবং এরপর সেখানে ভাঙচুর চালায়।

কর্ণফুলী সেতু এলাকায় হানিফ সুপার ও হানিফ পরিবহন নামের অন্য দুটি বাস কাউন্টারেও তালা লাগিয়ে দেয় যুবকরা। তবে এ দুটি পরিবহন সংস্থার সাথে হানিফ এন্টারপ্রাইজের কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েম এ প্রসঙ্গে বলেন, ২১ অগাস্টের গ্রেনেড হামলার মতো ঘৃণিত কাজ করেছে হানিফের মালিক। সে হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। কিছুদিন আগে একজন নিরাপরাধ ছাত্র পায়েলকেও তারা গাড়ি চাপা দিয়ে মেরেছে। মানুষের কাছ থেকে টাকা উপার্জন করে তারা দেশ ও মানুষের বিরুদ্ধে তা ব্যবহার করে। তাদের বাংলাদেশে ব্যবসা করার কোনো অধিকার নেই।

তিনি আরো বলেন, আমরা চাই না হানিফ এন্টারপ্রাইজের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করুক। চট্টগ্রাম থেকে এই বার্তা আমরা দিতে চাই।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত